সাতক্ষীরায় ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত ১০৩

সাতক্ষীরায় ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত ১০৩

সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১০৩ জন। পরীক্ষার নমুনা অনুসারে সংক্রমণের হার ৫৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৫ শতাংশে। 

এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক এবং বাসাবাড়িতে ৪৮০ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত। 

এদিকে সপ্তাহব্যাপী লকডাউনের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ রেখে চলাচলে কঠোর নিষেধাজ্ঞা চলছে। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশ যানবাহন ও লোক চলাচল নিয়ন্ত্রণে রাখছে। তার পরেও প্রশাসনের কোন বিধি-নিষেধ এবং স্থানীয় হাট-বাজারে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মানছে না জনসাধারণ। ভোমরাস্থল বন্দরে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রেখে ভারতীয় চালক ও হেলপারদের চলাফেরাও নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। সাতক্ষীরা সীমান্ত জুড়ে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। 
এদিকে, জেলায় করোনা সংক্রমণের হার কমানোর জন্য লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য দাবি জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন।