সাদিকের নেতৃত্বে বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বরিশাল আওয়ামী লীগ।আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের প্রস্তুতি সভা গতকাল ১৯ জুন সোমবার সন্ধা ৭ টায় কালীবাড়ি রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্তি করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর, সভায় ভার্চুয়াল সংযুক্ত থেকে দিক্ নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। এছাড়া আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সকল নেতৃবৃন্দসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, সহযোগী ও ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২৩ জুন বরিশাল জেলা ও মহানগর আয়োজনে সূর্যোদয়ের সাথে শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। এরপর ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।