সাবেক আইজিপি শহীদুলকে সিইসি নিয়োগের প্রস্তাব

সাবেক আইজিপি শহীদুল হককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য নাম প্রস্তাব করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বুধবার সকাল সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সার্চ কমিটির কাছে এ নাম প্রস্তাব করেছেন।
লিখিত প্রস্তাবে বলা হয়, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির উদ্যোগ প্রশংসার দাবি রাখে। পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য নাম প্রস্তাব করছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
প্রস্তাবে বলা হয়, সাবেক আইজিপি শহীদুল হক চাকরি জীবনে অত্যন্ত স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য তিনি যথেষ্ট যোগ্যতাসম্পন্ন একজন ব্যক্তি বলে আমরা মনে করি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের পক্ষ থেকে প্রস্তাব, মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ সাবেক আইজিপি শহীদুল হককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।