সাবেক এমপি এটিএম আলমগীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীর ব্রেনস্টোকের পাশাপাশি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে ইন্তেকাল করেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ঝলম নিজ গ্রামে জানাজা শেষে তাকে শ্রদ্ধা-ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মৃত্যুকালে এটিএম আলমগীর স্ত্রী, অষ্ট্রেলিয়া প্রবাসী একমাত্র পুত্র সন্তান এবং দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।