সাবেক ডিজিএফআই প্রধান সাইফুল আলম আটক

সাবেক ডিজিএফআই প্রধান সাইফুল আলম আটক

সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তার বাসা থেকে আটক করেছে ডিজিএফআই-এর একটি দল।

সূত্রে জানা গেছে, সাইফুল আলমের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম ও খুনের ঘটনায় প্রত্যক্ষ সহযোগী হিসেবে তাকে সন্দেহ করা হচ্ছে।

তবে, তাকে গ্রেফতার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।