বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে চলছে নৌযান ধর্মঘট। এতে রাজধানীর সদরঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
ছুটি, বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডসহ ১১ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
তবে, কোনো ঘোষণা ছাড়াই এমন কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন লঞ্চযাত্রীরা। কেউ কেউ গন্তব্যের মাঝপথে এসে আটকা পড়েছেন।
যাত্রীরা বলেন, আগাম ঘোষণা ছাড়া ধর্মঘট পালন করায় গন্তব্যের মাঝপথে এসে আটকা পরেছেন তারা। ভোগান্তি কমাতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন লঞ্চযাত্রী।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জানান, গত ২০ জুলাই সভা করে ২৩ জুলাই রাত ১২টা থেকে সারাদেশে অবিরাম শ্রমিক ধর্মঘট করার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে ধর্মঘট প্রত্যাহার ও সরকারের পক্ষ থেকে সিবিএ কমিটি গঠনের আগ পর্যন্ত শ্রম অধিদপ্তরে বৈঠকে অংশ না নেয়ার কথা জানিয়েছে লঞ্চ মালিক সমিতি।