সারাদেশে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা

সারাদেশে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা

সারাদেশে আজও (বুধবার) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। ঢাকায় মেঘলা আকাশসহ গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। ।

তিনি বলেন, ঢাকায় দিনে মাঝে মধ্যে সামান্য বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যার পরে হয়তো বৃষ্টির পরিমাণ বাড়তে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।