সাহান আরা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

সাহান আরা বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদায়), সাবেক চীফ হুইপ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৭ জুন) এ উপলক্ষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। আগৈলঝাড়ার মধ্য সেরাল জামে মসজিদে জোহর বাদ দোয়া ও মিলাদ মাহফিলে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, এফবিসিসিআই এর পরিচালক মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান সহ পরিবারের সদস্য ও ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

গৌরনদীর টরকিস্থ হযরত মল্লিক দুত কুমার র: মাজার জামে মসজিদে আসরবাদ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে তবারক বিতরন করেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।এছাড়া বিভিন্ন মসজিদ ও এতিমখানায় সাহান আরা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।