সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন

সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) এবং বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহর মা জেলা আওয়ামী লীগের প্রয়াত সহ-সভাপতি সাহান আরা বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালে এ সময় নেতাকর্মীরা সুরা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাত এবং মুসলিম গোরস্থানে মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সকালে মুসলিম গোরস্থানে মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে সোমবার প্রথম দিন সকাল ৬টায় বরিশাল নগরের সদর রোডের সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুসলিম গোরস্থানে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া-মোনাজাতে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, মেয়র পতœী লিপি আবদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আফজালুল করিম, ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও মরহুমার কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বাদ জোহর মুসলিম গোরস্থান মসজিদে এবং বাদ আসর নগরের কালীবাড়ি রোডস্থ সিটি মেয়রের বাসভবন সেরনিয়াবাত ভবনে আয়োজন করা হয় বিশেষ দোয়া-মোনাজাতের।

এদিকে সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৭ মে যোহর বাদ সংগঠন কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে মরহুমা সাহান আর বেগমের রুহের মাগফিরাত কামনা করা হয়। 

এছাড়া মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা সাড়ে এগারটায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।