সাহানারা বেগমের মৃত্যুতে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের শোক

সাহানারা বেগমের মৃত্যুতে উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের শোক

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, মাননীয় মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসানাত আবদুল্লাহ স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর মাতা বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক সংগঠক ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী জনাব সাহান আরা বেগম অদ্য ০৭ জুন রাত ১১:৩০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জুবায়ের হোসেন শাহেদ, সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদসহ উত্তরণ পরিবারের সকল শিল্পী-কর্মী-সদস্যবৃন্দ।