সাড়ে সাত লাখ টিকা দেওয়া হয়েছে

সাড়ে সাত লাখ টিকা দেওয়া হয়েছে

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৬৩৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে ১ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৭৮৪ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৯৫ লাখ ৬১ হাজার ১৬২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৪৭৪ জন। আর গত কাল দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৫৮১ ডোজ টিকা। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (২১ অক্টোবর) অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭২ হাজার ২৪৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৮৬২ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৫ হাজার ৯১৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ছয় হাজার ৭৯২ জনকে। এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৯৪ হাজার ৫১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ৪৭ হাজার ৯৬৩ জন।  এছাড়া মডার্নার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৭৫০ জনকে। 

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৩১ জন।