সিআরবি প্রতিরোধে নিউইয়র্কে মানববন্ধন

চট্টগ্রাম নগরীর সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) এলাকায় পরিবেশ নষ্ট করে বেসরকারি হাসপাতাল নির্মাণ তৎপরতা বন্ধে চট্টগ্রাম নাগরিক সমাজের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লেখক, সাংবাদিক, বাংলাদেশ চট্টগ্রাম প্রবাসীসহ সাধারণ জনগণ এবং ‘হেল্পিং হেন্ড ফর চট্টগ্রাম’ সংগঠনের কর্মীরা।
গত ১ আগস্ট রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ফুসফুসখ্যত ‘সিআরবি’ ধংসের পায়তারা রোধে ব্রুকলিনে চট্টগ্রাম নামে পরিচিত চট্টগ্রাম ভবনের সামনে এভিনিউ সি প্লাজাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কুইন্সের জ্যকসন হাইটস্ ডাইভারসিটি প্লাজায় চট্টগ্রামের ফুসফুসখ্যত ‘সিআরবি’ ধংসের পায়তারা রোধে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পড়ন্ত বিকালের এই নাগরিক সমাবেশে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক সিটির সকল সচেতন দায়ীত্বশীল সাংবাদিক, পত্রিকা ম্যাগাজিনের সম্পাদকগণ, ফটোগ্রাফার, ডিজাইনার ও ‘হেল্পিং হেন্ড ফর চট্টগ্রাম’ সংগঠনের অনেক কর্মীরা।
নাগরিক সমাবেশটির আয়োজকদের হাতে ছিল ভিন্ন ভিন্ন প্রতিরোধ বাক্যে ছাপানো শ্লোগান ব্যানার। ‘স্টপ কাটিং ট্রিস’, ‘পরিবেশ বাঁচান’, ‘শতবর্শী গাছ কাটা বন্ধ করুন’, ‘উই সাপোর্ট দ্য চিটগং প্রোটেষ্টার’, ‘উই নিউইয়র্কার্স আর প্রোটেষ্টিং এগেইনস্ট ট্রি ফেলিং’, ইত্যাদি আরো লিখিত ব্যানারগুলো ছিল নজরকারা। সমাবেশটি ছিল স্বতঃস্ফূর্ত। অনেক প্রতিবাদীদের ভীড়ে শুধু চট্টগ্রাম বাসীই ছিলেন না, দেশের অনন্য বিভাগীয় প্রাবাসীরাও ছিলেন।
বক্তাদের অনেকেই দাবি করেন, সিআরবি এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ হলে ওখানকার সামাজিক-সাংস্কৃতিক-প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তারা বলেন, আমরা হাসপাতাল চাই, তবে সিআরবি পরিবেস নষ্ট করে নয়।
আয়োজকরা জানান, এই প্রতিবাদ অব্যাহত থাকবে।