সিডনি মাতাবেন জেমস

সিডনি মাতাবেন জেমস

গেল বছরের নভেম্বর থেকে নিয়মিত কনসার্টে গাইছেন নগরবাউল জেমস। শুধু রাজধানী কেন্দ্রিক কনসার্টগুলো নয়, দেশ ও দেশের বাইরে তিনি ছুটে চলেছেন।

 প্রায় এক যুগ পর চলতি বছর মুক্তি পায় জেমসের নতুন গান। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চাঁদরাতে ‘আই লাভ ইউ’ শিরোনামের গানটি প্রকাশিত হয়।  

এবার বিদেশের ভক্তদের গান শোনাতে সিডনি যাচ্ছেন জেমস। জানা গেছে, ৩০ জুলাই শনিবার সিডনির লিভারপুলের (৯০ মেমোরিয়াল এভিনিউ) হুইটলাম লেজার সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ নাইট ২০২২’-এ গাইবেন জেমস।  

জানা যায়, জেসসের সঙ্গে এই কনসার্টে আরো গান করবেন পিন্টু ঘোষ, ডিজে রাহাত ও শুভ যাত্রা।