সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক মকবুল আলী (২৮) নিহত হয়েছেন। তিনি উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের জামাল মিয়ার ছেলে।
ধারণা করা হচ্ছে ভারতীয় খাসিয়াদের গুলিতে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জৈন্তাপুর থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে চোরাপথে মোবাইল ফোনের চালান আনতে ভারতে প্রবেশ করে কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতীয় খাসিয়ারা গুলি ছুড়লে মকবুল আলী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। মকবুলের লাশ তার সঙ্গীরা সীমান্তের জিরো লাইনে রেখে আসেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, অবৈধ অনুপ্রবেশের কারণে গুলিতে মকবুল আলীর মৃত্যু হয়ে থাকতে পারে।