সিলেটে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগর চক গ্রামে নিজ বাড়ি থেকে সাংবাদিক নিজামুল হক লিটনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ রুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার জানায়।

শুক্রবার সকালে মোগলাবাজার থানা পুলিশ লিটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লিটনের এক ছেলে ও এক মেয়ের রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন লিটনের ভাগ্নে জাহেদ আহমদ। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে যাই। রাত ৩টার দিকে আমাদের নানার চিৎকার শুনে সবাই ঘর থেকে বের হয়ে দেখি মামার লাশ ঝুলে আছে। এ সময় পরিবারের দুজন ওড়না কেটে লাশটি নিচে নামান।

এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সাংবাদিক লিটন আত্মহত্যা করেছেন।

তিনি জানান, অর্থনৈতিক ও পারিবারিক নানা কারণে লিটন বেশ কিছুদিন যাবৎ ডিপ্রেশনে ভুগছিলেন। তবুও পুলিশ সবকিছু খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ।