সুন্দরবন ‘কার্বন সিংক’

জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ‘সিওপি২৬’র সভাপতি অলক শর্মা বলেছেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন কার্বন প্রশমনে ব্যাপক ভূমিকা রাখছে। সুন্দরবন ‘কার্বন সিংক’।
বাংলাদেশে তার সাম্প্রতিক সফরে তিনি সুন্দরবন ভ্রমণ করেন। এ সময় তিনি পর্যবেক্ষণ করেন কীভাবে সুন্দরবন আশপাশের লোকালয় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে চলেছে।
অলক শর্মা বলেন, ‘এই গুরুত্বপূর্ণ কার্বন সিংক ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থানীয় জনপদকে প্রতিনিয়ত রক্ষা করছে। পরিবেশে কার্বনের মাত্রা নিয়ন্ত্রণ এবং টিকে থাকার জন্য সুন্দরবন রক্ষা করা সবার অগ্রাধিকার হওয়া উচিৎ।’
সিওপি২৬ কে সামনে রেখে বাংলাদেশের জলবায়ুগত কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অলোক শর্মা।
সিওপি২৬ সভাপতির সফরকালে বাংলাদেশ জলবায়ু ব্যবস্থাপনা সংক্রান্ত একটি পরিকল্পনা জমা দিয়েছে। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশের দক্ষ প্রতিশ্রুতির প্রশংসা করেন।
অলোক শর্মা আরো বলেন, বর্তমানে বিশ্ব জলবায়ুগত বিষয়ে যেসব সমস্যা মোকাবিলা করছে তার জন্য বৈশ্বিক সমন্বয় প্রয়োজন। এই লক্ষ্যেই বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকবিলায় একসঙ্গে কাজ করছে।
জলবায়ুগত সমস্যা মোকাবেলা করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশ নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খবর: ইউএনবি।