সেই ভাইরাল জুয়েল গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে এক ইউপি চেয়ারম্যানকে হামলার পর আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া সেই মনিরুজ্জামান জুয়েলকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৮ জুলাই) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মনিরুজ্জামান জুয়েল চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের হাজী আলী আকবরের ছেলে।
ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, একটি চেক ডিজঅনার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে রাতে ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে হামলার শিকার হন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার। হামলায় তিনি ও তার গাড়িচালক আমজাদ হোসেন আহত হন। এ সময় তার গাড়িটি ভাংচুর করা হয়।
অভিযোগ ওঠে, স্থানীয় যুবলীগের নেতা হিসেবে পরিচিত মনিরুজ্জামান জুয়েলসহ অন্যরা তার উপর হামলা চালায়। হামলার পর মেশিনগান হাতে মনিরুজ্জামানের দুটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায়, উপজেলার মিয়াবাজারের গ্রীন ভিউ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছেন মনিরুজ্জামান জুয়েল। তার এক হাতে মেশিনগান ও অন্য হাতে সিগারেট। এ ছাড়া আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তার আরেকটি ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া এসব ছবি নিয়ে আলোচনা-সমালোচনা হলে শুক্রবার (১৫ জুলাই) রাতে মনিরুজ্জামানের সেই অস্ত্রটি থানায় জমা দেন তার স্ত্রী ফারজানা হক।
অস্ত্র জমা দেওয়ার পর ওসি জানিয়েছিলেন, ছবি ভাইরাল হওয়ার পর যেহেতু এটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে তাই অস্ত্রটি পুলিশি হেফাজতে দেওয়ার জন্য বলা হয়। পরে রাতে অস্ত্রটি থানায় নিয়ে আসেন ফারজানা হক। আমি আগেই বলেছিলাম অস্ত্রটির লাইসেন্স আছে। জমা দেওয়ার পর আবার আমরা অস্ত্র এবং লাইসেন্স মিলিয়ে দেখেছি, সব ঠিক আছে।