সেফহোম থেকে পালিয়েছে ১৪ বন্দী

সেফহোম থেকে পালিয়েছে ১৪ বন্দী

গাজীপুরে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে ১৪ নিবাসী পালিয়ে গেছে।

বুধবার রাত ১২টার দিকে জানালার গ্রিল ভেঙে ওড়না দিয়ে বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যায় তারা।

রাতেই পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর সেল স্টেশন থেকে ৭ জনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে ৯ সেপ্টেম্বর ওই কেন্দ্র থেকে একই কায়দায় ১৭ জন হেফাজতি পালিয়ে গিয়েছিল। পরে অভিযান চালিয়ে ওই দিনই ১২ জনকে উদ্ধার করা হয়েছিল।

এ ছাড়া গত ২৬ জানুয়ারি ওই কেন্দ্রে গলায় ফাঁসি লাগিয়ে নাজমা আক্তার (২০) নামে এক নারী হেফাজতি আত্মহত্যা করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।