সেরেনার রেকর্ড গড়া জয়

ঘরের মাঠে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টকে ছুঁতে পারবেন কি না সেটা সময়েই বলে দেবে; কিন্তু জয় দিয়েই ২০২০ ইউএস ওপেন যাত্রা শুরু করলেন সেরেনা উইলিয়ামস। শুধু তাই নয়, নিজের দেশের টেনিস তারকা ক্রিস্টি অ্যানকে স্ট্রেট সেটে হারিয়ে ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের ইতিহাস গড়লেন মার্কিন টেনিস তারকা সেরেনা।
ইউএস ওপেনে সর্বাধিক ম্যাচ জয়ের হিসেবে ক্রিস ইভার্টের সঙ্গে এতদিন একই আসনে ছিলেন সেরেনা। বুধবার প্রথম রাউন্ডের ম্যাচ জিতে ইভার্টকে টপকে ইউএস ওপেনে ম্যাচ জয়ের শীর্ষে উঠে এলেন তিনি।
দর্শকশূন্য আর্থার অ্যাশ স্টেডিয়ামে সেরেনা ৭-৫, ৬-৩ সেটে হারান ক্রিস্টি অ্যানকে। সে সঙ্গে ইউএস ওপেন ১০২তম জয়টি তুলে নেন সেরেনা এবং টপকে যান ইভার্টকে। শুধু তাই নয়, ইউএস ওপেনে সর্বোচ্চ জয়ের হিসেবে সেরেনা পেছনে ফেলেন পুরুষ প্রতিযোগীদেরও।
সেরেনা উইলিয়ামস এবং ক্রিস ইভার্টের ঝুলিতেই রয়েছে ইউএস ওপেনে শতাধিক ম্যাচ জয়ের নজির। সংখ্যাটা এখন আরও বাড়িয়ে নেয়ার সুযোগ সেরেনার সামনে।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন প্রথম সেটে সেরেনাকে ভালোই লড়াই ছুঁড়ে দিয়েছিলেন ক্রিস্টি অ্যান। এক সময় প্রথম সেট টাইব্রেকারে গড়ানোর মতো পরিস্থিতি তৈরি হলেও র্যাংকিংয়ে অনেকটা পিছিয়ে থাকা অ্যানের বিরুদ্ধে অভিজ্ঞতায় বাজিমাত করে ফেলেন সেরেনা।
দ্বিতীয় সেটে অবশ্য ৬ বারের ইউএস ওপেন বিজয়ীর সামনে ভালোভাবে দাঁড়াতেই পারেননি অ্যান। ৬-৩ ব্যবধানে দ্বিতীয় সেট হাতের মুঠোয় নিয়ে আসেন সেরেনা। সে সঙ্গে এককভাবে রেকর্ডটা নিজের করে নেন তিনি।
আগামীকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রাশিয়ার মার্গারিতা গ্যাসপারিয়ানের মুখোমুখি হবেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই মার্কিন তারকা।
ভোরের আলো/ভিঅ/৩/২০২০