সোহরাওয়ার্দীতে ছাত্রদল নেতা মার্জিনের অবস্থা আশঙ্কাজনক

ছাত্রলীগের হামলায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ময়মনসিংহের পাগলা থানা ছাত্রদল নেতা মাইনুল হাসান মার্জিনের অবস্থা আশঙ্কাজনক। তার হাত পায়ের অনেক রগ কেটে গেছে। সমস্ত শরীর রাম দা ও চাপাতির কুপে ক্ষত-বিক্ষত হয়ে গেছে।
জানা গেছে, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানার উস্থি ইউনিয়ন ছাত্রদল নেতা মাইনুল হাসান মার্জিনের উপর উস্থি ইউনিয়ন ছাত্রলীগের রাসেল, রক্সি, যুবলীগের মাসুদ , ফেরদৌস, মহসিনের নেতৃত্বে গত বুধবার দুপুর ১২টায় অতর্কিত বর্বরোচিত হামলা চালিয়ে গুরতর আহত করে। বর্তমানে সে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ময়মনসিংহ-১০ আসনে বিগত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ছাত্রলীগ, যুবলীগের অত্যাচারে অতিষ্ঠ গফরগাঁও-পাগলার জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শীঘ্রই জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে।
ছাত্রদল নেতা মাইনুল হাসান মার্জিনের উপর এহেন ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।