সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দেশটির সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি। ২০১৪ সালে যুবরাজ সালমান দম্ভ করে বলেছিলেন, তার কাছে রাশিয়ার এমন বিষাক্ত আংটি ছিল যা দিয়ে করমর্দন করে তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহকে চাইলেই খুন করতে পারতেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক অনুষ্ঠানে তিনি সৌদি যুবরাজের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন।

সাদ আল জাবরি সৌদির একজন সাবেক নিরাপত্তা কর্মকর্তা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সন্ত্রাস দমন প্রচেষ্টায় ভূমিকা রাখেন। তিনি ৬০ মিনিটের এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন দাবি করেন।

শুধু তাই নয় যুবরাজের দুর্নীতির তথ্য যাতে ফাঁস না হয়, এ জন্য চার বছর আগে তাকেও হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেন জাবরি।
এদিকে যুবরাজ সালমান তাকে দেশে ফেরাতে আল-জাবরির প্রাপ্ত বয়স্ক দুই সন্তানকেও আটক রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। তাকেও ধরতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুবরাজ।

কিং সালমান ২০০৫ সালের আগস্টে সৌদি সিংহাসনে বসেন। আর ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।