সৌদির মাটিতে মুখোমুখি মেসি–রোনালদো
বিশ্বকাপের মাঝপথে ম্যানইউয়ের সঙ্গে চুক্তি বাতিলের পর ক্রিশ্চিয়ানো রোনলদো পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তিতে রাজকীয়ভাবে তাকে বরণ করে নিলেও এখনও নামতে পারেননি মাঠে।
তবে মরুর দেশে ঐতিহাসিক এক অভিষেকই হতে চলেছে তার। পিএসজির সঙ্গে রিয়াদ একাদশের ম্যাচটাই হবে সিআরসেভেনের নতুন দলের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট।
তার বিপক্ষ দলের হয়ে খেলবেন সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তাকে সঙ্গ দেবেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ রাত ১১ টায় ম্যাচটি শুরু হবে। সেই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে ভক্তরা। তবে মাঠে শুরুর একাদশে কারা খেলতে নামবেন? এ নিয়েও কৌতুহলের শেষ নেই ভক্তদের।
আল নাসর ও আল হিলালের ফুটবলারদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে রিয়াদ একাদশ। সেই ম্যাচে রিয়াদের হয়ে অধিনায়কের আর্মব্যান্ড পড়তে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পর্তুগিজ তারকাসহ ২২ সদস্যের স্কোয়াড আগেই ঘোষণা করেছিল রিয়াদ।
মাঠে শুরুর একাদশে দেখা যেতে পারে আমিন বুখারি, আব্দুল হামিদ, গঞ্জালেজ, হিউন-সু, কোনান, কুয়েলার, আল-ফারাজ, তালিসকা, আল-দাউসারি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
অন্যদিকে পিএসজির শুরুর একাদশে দেখা যেতে পারে জিয়ানলুইগি ডোনারুম্মা, আশরাফ হাকিমি, মারকুইনহোস, সার্জিও রামোস, জুয়ান বার্নাত, ভিতিনহা, দানিলো পেরেইরা, ফাবিয়ান রুইজ; লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার।