স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত দেশের জন্য রাজনীতি করে না-বাহাউদ্দিন নাছিম

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন,বাংলাদেশ াওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত দেশের জন্য রাজনীতি করে না, মানুষের জন্য রাজনীতি করে না। তারা ধ্বংসের রাজনীতি করে আসছে। এ অপশক্তি ক্ষমতার সুযোগ পেলে দেশকে ধ্বংস করবে। তাই এ অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্য থাকতে হবে। সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এ আহবান জানান।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহনুর হক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট উজ্জ্বল বসু'র সঞ্চালনায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। এ ছাড়া বক্তব্য রাখেম জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, কেন্দীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, প্রশিক্ষন ও কর্মশালা বিষয়ক সম্পাদক সুজন জাহিদ, সদস্য আরুফুর রহমান আরিফ, জাতীয় পরিষদ সদস্য মিজানুর রহমান, হেলাল উদ্দিন হাওলাদার, সেলিম মাহমুদ খান, মো. সোহেল মাহমুদ মৃধা। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজুসহ স্থানীয় জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।