স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ফিরোজা-রশিদ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল দুর্গাপাশা ইউনিয়নে পাটকাঠি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফিরোজা-রশিদ ট্রাস্টের উদ্যোগে গত ২৬ মার্চ দিনব্যাপী পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ওই চিকিৎসা ক্যাম্প।
মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী পালন এবং ফিরোজা বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে সহযোগিতা দিয়েছে ডিডাব্লিউএফ এডুকেশন গ্রুপ এবং দৈনিক ভোরের আলো।
চিকিৎসা সেবায় অংশ নিয়ে ব্যবস্থাপত্র দিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক চিকিৎসক ও আইএইচটি বরিশালের সাবেক অধ্যক্ষ ডা. স্বপন কুমার মিত্র, আইএইচটি বরিশালের সাবেক উপ-পরিচালক ও রাজধানী নার্সিং কলেজের অধ্যাপক ডা. শুভংকর বাড়ৈ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিশু বিশেষজ্ঞ ও বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালের ডা. সালেহ্্ আল-দ্বীন-বিন নাসির (রাসেল), ডিডাব্লিউএফ নার্সিং কলেজের প্রভাষক ডা. কাশেদুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ মো. মারুফ ইসলাম, ডিডাব্লিউএফ নাসির্ং কলেজের মাইক্রোবায়োলজিস্ট সুদীপ কুমার নাথ, বরিশাল ডায়াবেটিক হাসপাতালের ফিজিওথ্রাপি মো. মাহজহারুল ইসলাম, ফিজিওথ্রাপিস্ট সৈয়দ মো. রফিক হোসেন, মেডিকেল অ্যাসিটেন্ট রামেন্দ্র মজুমদার, নুসরাত জাহান স্বর্ণাসহ রাজধানী নার্সিং কলেজ ও ডিডাব্লিউএফ নাসির্ং কলেজের শিক্ষার্থীরা।
বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনায় ওষুধ সহযোগিতা দিয়েছেন অপসোনিন বাংলাদেশ, ডিডাব্লিউএফ নার্সিং কলেজ, কেমিস্ট ল্যাবরেটরিজ লি:, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. জাকির হোসেন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. সুদীপ হালদার, আরিফ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোক্তা ডা. মো. নজরুল ইসলাম, ডা. মানষী বৈদ্য, সুদান প্রবাসী কামরুজ্জামান সাগর।
দিনব্যাপী চিকিৎসা সেবা গ্রহণ করে দুর্গাপাশা ইউনিয়নের পাটকাঠী গ্রাম ছাড়াও জিরাইল, মঙ্গলসী, ষরশী, ফরিদপুর ইউনিয়নের পাঁচ শতাধিক সাধারণ মানুষ। ব্যবস্থাপত্রের সঙ্গে প্রত্যেককে সাধ্য মতো ওষুধ সহযোগিতা দেওয়া হয়।
দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের সহযোগিতা দিয়েছেন, জহির-মেহেরুন নাসির্ং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা, পাটকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাান শিক্ষক আবু হানিফ মো. সাইয়েদুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন খান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন খান, স্থানীয় মো. সাইদুর রহমান খান, জিয়াউর রহমান খান, ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ, বার্তা সম্পাদক তন্ময় কুমার নাথ, অনলাইন বিভাগের সম্পাদক সুকান্ত হালদার অপি ,মিডিয়া বিভাগের অমিত হাসানসহ অন্যরা।