স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কোয়ারেন্টাইনে

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। মঙ্গলবার হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন।

ডা. আজাদ জানান, করোনার বিষয়টি নিশ্চিত হতে তাঁর নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে। বর্তমানে করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

তিনি আরও জানান, ইতোমধ্যে তাঁর পরিবারের একজন সদস্যের নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘স্যারের শরীর ভালো না। তিনি বাসায় আছেন।’

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন ডা. আবুল কালাম আজাদ। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ সংক্রান্ত মিডিয়া ব্রিফিং-বুলেটিনে প্রায়ই গণমাধ্যমের সামনে আসছিলেন তিনি। তবে করোনাভাইরাস সংক্রান্ত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে সেটিকে এপ্রিলের প্রথম সপ্তাহে দৈনন্দিন বুলেটিনে রূপ দেয়ার ক’দিন পর থেকে তাকে গণমাধ্যমের সামনে আর তেমনটা দেখা যাচ্ছে না।