স্বাস্থ্যকর্মীদের করোনা চিকিৎসায় শেখ রাসেল হাসপাতাল

রাজধানীর মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নির্ধারণ করা হয়েছে সরকার।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর ওই হাসপাতালকে চিঠি দেয়।
এর পরিচালক ডা. মো. আমিনুল হাসানের (হাসপাতাল ও ক্লিনিক) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব চলছে। চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানকারীরা এ ক্ষেত্রে সম্মুখযোদ্ধা। ইতোমধ্যে অনেক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারী আক্রান্ত হয়েছেন এবং অনেকে মারা গেছেন।
চিঠিতে বলা হয়, এ অবস্থায় শেখ রাসেল গ্যাস্ট্রেলিভার ইনস্টিটিউট ও হাসপাতালকে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে।