স্বাস্থ্যখাতে দুর্নীতি ও পাট কল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে উদীচী

রাষ্ট্রয়াত্ত ২৬ পাট কল বন্ধ না করে আধুনিকায়ন করা, করোনা সময়ে স্বাস্থ্যখাতের দুর্নীতি এবং অব্যবস্থানা দূর করে স্বাস্থ্যসেবা নিশ্চত করা এবং ডিজিটাল নিরাপত্তা আইনের নামে হয়রানী বন্ধ করার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ওই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
আজ ৬ জুলাই সোমবার দুপুর ১২টায় নগরের অশ্বিনী কুমার হল সম্মুখ সদররোডে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, করোনা মহামারীর মধ্যে মানুষ যখন চরম দুঃসময়ের মধ্যে রয়েছে। তখন স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতি সাধারণ মানুষদের স্বাস্থ্যসেবা হুমকীর মুখে ঠেলে দিচ্ছে। সরকারের অব্যবস্থাপনার কারণে করোনা ওয়ার্ডসহ হাসপাতালগুলোতে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। পর্যন্ত জনবল নেই। চিকিৎসা সামগ্রির সংকটও প্রকট। দেশের করোনা ওয়ার্ডগুলোতে সাধারণ রোগীরা পর্যাপ্ত সেবা পাচ্ছে না। সময় মতো রোগীর অক্সিজেন এবং আইসিইউ সাপোর্ট না দেওয়ায় মৃত্যুর হার বাড়ছে। একই সঙ্গে এই করোনর মধ্যেও হাসপাতলগুলোতে যন্ত্রপাতি ও অন্যান্য ক্রয়ে আর্থিক অনিয়র এবং দুর্নীতি বাড়ছে। স্বাস্থ্যমন্ত্রী এসব ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না। বরং তিনি উল্টো কথা বলছেন। এরকম একজন অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে বক্তারা বৈশ্যিক করোনা পরিস্থিতি মোকাবেলায় একজন দক্ষ ব্যক্তিকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানান। একই সঙ্গে স্বাস্থ্যখাতে ঘটে যাওয়া অনিয়ম-দুর্নীতি তদন্ত করে দূর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, করোনা মহামারীর মধ্যে মানুষ যখন মানবেতর জীবন যাপন করছে, সেই মুহূর্তে সরকার দেশের সরকারি পাটকলগুলো বন্ধের উদ্যো নিচ্ছেন। ইতিমধ্যে ওইসব পাটকলের শ্রমিকদের ছাটাই করা হয়েছে। যখন দেশের বেসরকারি পাটকলগুলো ব্যবসাসফল হচ্ছে সেই সমযে সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয়। সরকার পাটকল আধুনিকায়ন করার জন্য নাকি বন্ধ ঘোষণা করছে। যদি আধুনিকায়ন করার ইচ্ছা থাকে তাহলে তো পাটকল চালু রেখেই সেটা করা সম্ভব। বাস্তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার জন্যই সরকারি পাটকল বন্ধের নুতন চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে দেশের সর্বস্তরের নাগরিকদের রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কর্মসূচি থেকেভ
অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাধারণ নাগরিকদের হয়রানী করা হচ্ছে। এই আইনের আওতায় সারা দেশে গণমাধ্যমকর্মী, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিদের হয়রানী করার সুযোগ সৃষ্টি হয়েছে। যার মাধ্যমে সাধারণ নাগরিকরা গ্রেপ্তারর ও নীপিড়ণের স্বীকার হচ্ছেন। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার আহ্বান জানায় বক্তারা।
উদীচী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে রাষ্ট্রয়াত্ত পাট কল বন্ধ করে দেওয়া, স্বাস্থ্যখাতে দুর্নীতি এবং অব্যবস্থপনা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও নিপীড়ণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাড, বিশ্বনাথ দাশ মুনশি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য আজমল হোসেন লাবু, উদীচী বরিশাল জেলা সংসদ সাধারণ সম্পাদক স্নেহাংশ কুমার বিশ^াস, নাট্য সংগঠন উত্তরণের সভাপতি জোবায়ের হোসেন শাহেদ। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রমৈত্রী বরিশাল মহানগর সভাপতি শামিল শাহরুখ তমাল প্রমুখ।