স্বাস্থ্যবিধি মেনে আজ আমতলী ঘাট ত্যাগ করেছেন সুন্দরবন-৭

স্বাস্থ্যবিধি মেনে আজ আমতলী ঘাট ত্যাগ করেছেন সুন্দরবন-৭

মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে ছড়িয়ে পড়তে না পারে সে কারনে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পরে গতকাল  (সোমবার) থেকে ঢাকা- আমতলী নৌরটে রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করেছে।

লঞ্চ চলাচল করার জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নিয়মাবলী ও স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলানোর অনুমতি দেয়া হয়েছে। এই নিয়মাবলী ও স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করে কিনা তা নিজ চোঁখে দেখার জন্য আজ (মঙ্গলবার) দুপুরের পরে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন পুলিশ নিয়ে লঞ্চঘাটে অবস্থান নেয়। নির্দ্দিষ্ট সময়ে লঞ্চ ছাড়ার আগ পর্যন্ত সেখানে তিনি অবস্থান করেন। ইউএনওর হস্তক্ষেপে স্বাস্থ্যবিধি মেনেই আজ আমতলী ঘাট ত্যাগ করেছে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৭।

সুন্দবরবন লঞ্চের সুপারভাইজার মোঃ মাইনুল ইসলাম বলেন, আজ ইউএনও  উপস্থিতিতে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই আমাদের জাহাজ নিয়ে আমতলী ঘাট ত্যাগ করেছি।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, বলেন, স্বাস্থ্যবিধি মেনেই আজ ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৭ আমতলী ঘাট ত্যাগ করেছে।