স্মৃতিসৌধ এলাকায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

স্মৃতিসৌধ এলাকায় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

বিজয় দিবস উপলক্ষে রবিবার থেকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষেধ ঘোষণা করা হয়েছে।

এক তথ্য বিবরণীতে শনিবার এ কথা বলা হয়।

সেখানে বলা হয়, মহান বিজয় দিবস ২০২০ উদ্‌যাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এ ছাড়া ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


ভোরের আলো/ভিঅ/১৩/১২/২০২০