হঠাৎ রাজধানীতে ৫ বাসে আগুন

ঢাকা-১৮ আসনে উপনির্বাচন চলার মধ্যেই রাজধানী ঢাকায় অন্তত পাঁচটি বাসে আগুন দেওয়ার ঘটেছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ২টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো.সাব্বির জানান।
রাজধানীর নয়াপল্টন, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল, সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে প্রেসক্লাব সংলগ্ন এলাকায় পাঁচটি বাসে আগুন দেওয়া হয়।
জানা গেছে, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোট চলাকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মিছিলের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পরে গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে আগুন দেওয়া হয় আরেকটি বাসে।
সকালেই বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেছিলেন, তার সমর্থকদের কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। এজেন্টদের মেরে বের করে দেওয়া হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ভোটে কারচুপির অভিযোগ তুলে যুবদল নেতা গোলাম মাওলা শাহিন ও খন্দকার এনামুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে।
মিছিলটি নাইটিঙ্গেল মোড় ও পুরানা পল্টন এলাকা প্রদক্ষিণ করে। এর পরপরই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, কে বা কারা এ আগুন লাগিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
অন্যদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার আনিসুর রহমান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি।