হল খোলার দাবিতে ভিসি ভবনের সামনে বিক্ষোভ ইবি শিক্ষার্থীদের

হল খোলার দাবিতে ভিসি ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে।
এখন পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।
এর আগে শনিবার বিকেলে একই দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন।