হাজি সেলিম করোনায় আক্রান্ত

হাজি সেলিম করোনায় আক্রান্ত

 

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, হাজি মো. সেলিম ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। আশু রোগমুক্তির কামনায় তিনি দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।