হাফেজ হেলাল উদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন

ঢাকার দক্ষিণখানে ঝালকাঠীর এন.এস কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফেজ হেলাল উদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ঝালকাঠীর এন.এস কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এন.এস কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী আনার্স-বিন হোসাইনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী খায়রুজ্জামান, আবুল কাসেম শাহরিয়ার, আবুল হাসান, মো. রবিউল হসলাম ও মাওলানা কাজী মাকসুদুর রহমান প্রমুখ।
বক্তারা হাফেজ হেলাল উদ্দিন হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ১৪ জুন ঢাকার দক্ষিণখানে হাফেজ হেলাল উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে মূল ঘাতক রূপম ও তার স্ত্রী এবং শাশুড়ি। পরে তারা হেলালের লাশ তিন টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হলে পুলিশ প্রধান অভিযুক্ত রূপম এবং তার স্ত্রী ও শ্বাশুড়িকে গ্রেপ্তার করে।