হাসপাতালে ডিপজল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শনিবার (৭ মার্চ) তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। কয়েকদিন ধরে ঠান্ডায় ভুগছিলেন তিনি। বুকে কফ জমেছে।
জায়েদ খান বলেন, ‘ডিপজল ভাই কয়েকদিন ধরে অসুস্থ রোধ করছিলেন। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিয়া ভাইসহ আমরা তাকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসা চলছে। আশা করছি, খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।’
এর আগে ২০১৭ সালের হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে ডিপজলকে। সে সময় তার হার্টে রিং পরিয়ে দেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। তারপর থেকে বেশ সুস্থই ছিলেন একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী ডিপজল।