হাসপাতালে পাঞ্জাব কিংসের অধিনায়ক

আইপিএলের জৈব বলয়ের সুরক্ষা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন কেএল রাহুল। তলপেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। ওষুধে কাজ না করায় রাহুলকে এমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়।
জানা যায় যে, রাহুলের 'অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস' হয়েছে। অস্ত্রোপচারই সেরে ওঠার একমাত্র রাস্তা রাহুলের। রবিবার সন্ধ্যায় রাহুলের শারীরিক অবস্থা জানিয়ে টুইট করে পাঞ্জাব কিংস। সেই টুইট শেয়ার করে টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপধারীর দ্রুত আরোগ্য কামনা করেছে আইপিএল।
৭ ম্যাচে ৩৩১ রান করে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল। বলাই বাহুল্য আইপিএলের বাকি মৌসুমের জন্য তিনি অনিশ্চিত হয়ে গেলেন। কারণ অস্ত্রোপচারের পর তাঁকে স্বাভাবিক ভাবেই বিশ্রামে থাকতে হবে। বেশ কিছুদিন তাঁর পক্ষে খেলাধুলো করা সম্ভব হবে না।