হাসিমুখ পরিবারের উদ্যোগে শিশুদের মাঝে শারদীয় উপহার

বরিশালে তরুনদের সংগঠন হাসিমুখ পরিবারের উদ্যোগে ছিন্মূল শতাধিক পরিবারের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। একই সঙ্গে হাসিমুখ পরিবারের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।
সোমবার সন্ধ্যা ৬টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে আয়োজনের সূচনা করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনাকালীন সময় তরুনদের উদ্যোগ আমাকে উজ্জীবীত করেছে। হাসিমুখ পরিবারসহ ১০ সংগঠন নানাভাবে মানুষের পাশে থেকে কাজ করছে। সেই জন্য ইউনিসেফ এবং জেলা প্রশাসন তাদের পাশে থেকে সহযোগী হয়েছে। একই কাজ করেছে বরিশালের গণমাধ্যম। তারা নৌবন্দরে প্রতিদিন অসহায় মানুষদের রান্না করা খাবার সরবরাহ করেছে। আগামীতে এইধরণের কাজকে জেলা প্রশাসন উৎসাহিত করবে। এই কাজের সঙ্গে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
হাসিমুখ পরিবারের সভাপতি কমল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরিশাল নাটকেরর সভাপতি কাজল ঘোষ, নাট্যজন সৈয়দ দুলাল, উন্নয়ন সংগঠক কাজী জাহাঙ্গীর কবির, বরিশালের সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সভাপতিম-লীর সদস্য শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, শিক্ষক বিশ^নাথ রায় প্রমূখ।