হিজলায় আওয়ামী লীগ নেতার উপর হামলার ঘটনায় থানায় মামলা

বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় ৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের পুত্র জিদান হাওলাদারসহ ১১ জনকে আসামি করে আলাউদ্দিন বেপারির পুত্র মোঃ সুজন বেপারি হিজলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নাম্বার( ৭) ।
উল্লেখ্য যে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে হিজলা-গৌরব্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক(সেক্রেটারি) ও ইউপি সদস্য আলাউদ্দিন বেপারি (৫০) ও তার সঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃমান্নান সিকদাররের উপর হামলা করেছে প্রতিপক্ষরা।আলাউদ্দিন অভিযোগ করেছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারের ছেলে জিদান এবং ভাগ্নে মারুফের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেছেন স্থানীয়রা আমার কাছে একই অভিযোগ করছেন।
আলাউদ্দিন বেপারি (৫০) ও মান্নান সিকদারকে (৪০) বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য পন্ডিত শাহাবুদ্দিন জানান, শনিবার সকালে দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের পরিচিতি সভা ছিল। হিজলা-গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য আলাউদ্দিন বেপারি (৫০) ও তার সঙ্গী মান্নান সিকদার সভার উদ্দেশ্যে রওনা হন।পথিমধ্যে সন্ত্রাসী হামলার শিকার হোন, শুনে হাসপাতালে গিয়ে অজ্ঞান অবস্থায় দেখি।সূত্রে জানা যায়, উপজেলা হাসপাতাল সংলগ্ন (মদিনা মসজিদ) জামাল দফাদারের বাড়ির সামনে পৌছলে তাদের ওপর হামলা চাালানো হয়।দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারধর করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনায়েত হাওলাদারের ছেলে জিদান, ভাগ্নে মারুফসহ তাদের ৮/১০সহ সহযোগী। দলীয় কার্যালয়ে এ খবর পৌছলে থানা পুলিশ ও সভায় অংশগ্রহনকারী নেতাকমীরা গিয়ে তাদের উদ্ধার করেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন, আহত দুজনকে উপজেলা হাসপাতালে নেয়ার পর তিনি সেখানে যান। তখন আলাউদ্দিন বেপারি অজ্ঞান ছিলেন। উদ্ধারকারীরা তাকে জানিয়েছে, এনায়েত হোসেন হাওলাদারের ভাগ্নে এবং ছেলের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শম্ভু দেবনাথ স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন বেপারি ও মন্নান সিকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ।এ ছাড়া ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাতে হিজলা গৌরব্দি ইউনিয়ন আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার তার ভাগ্নে এবং ছেলের বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, মেঘনার মাছঘাট নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলাউদ্দিন বেপারির ওপর হামলা হয়েছে বলে শুনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।হিজলা থানায় একটি মামলা হয়েছে।