হিজলায় ইয়াবাসহ কারবারি আটক

হিজলায় ইয়াবাসহ কারবারি আটক

বরিশালের হিজলায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিতে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে হিজলা উপজেলার কাউরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আমিনুল ইসলাম একই উপজেলার চর দুর্গাপুর গ্রামের মৃত রহমত আলী’র ছেলে।

রোববার (২২ সেপ্টেম্বর) মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।  হিজলা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।