হিজলায় মানবিক সহায়তা বিতরণ করেন পংকজ নাথ এমপি

হিজলায় মানবিক সহায়তা বিতরণ করেন পংকজ নাথ এমপি

বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পক্ষ থেকে মানবিক সহায়তা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ।

আজ বুধবার ৩০ আগস্ট বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্ত া মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আবিদ হাসান।

২৯জন উপকারভোগীদের মাঝে ৫০ বান টিন ও প্রতি বানের সাথে ৩ হাজার টাকা, ১১টি এতিমখানা ও ৫টি মন্দিরের প্রত্যেকটিতে ১ মেট্রিক টন হিসেবে মোট ১৬ মেট্রিক টন চাল মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ উপকারভোগীগণ।