হেটে বরিশালের গণসমাবেশ সফল করতে হবে পটুয়াখালীতে হাবিব উন নবী সোহেল

জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, আওয়ামীলীগ যদি বাস, লঞ্চ বন্ধ করে দেয়, তাহলেও পা’য় হেটে ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশ সফল করতে পটুয়াখালীর বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের প্রতি আহবান জানান। বরিশারের গণসমাবেশ মহাসমুদ্রে পরিণত করে সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে আনতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় বধূয়া কমিউনিটি সেন্ট্রারে ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশ সফল করার লক্ষ্যে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা কর্মীদের প্রতি এ আহবান জানান।
জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ আব্দুর রশিদ চুন্নু মিয়া এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, সদস্য এলিজা জামান, বরিশাল গণসমাবেশের শৃংখলা কমিটির জাকির হোসেন নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্টি। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বাহার উদ্দিন বাহার, বশির আহমেদ মৃধা, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, মৎস্য দলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, শ্রমিক দলের সভাপতি মোঃ জাহিদ হোসেন খান, সদর উপজেলা বিএনপির আহবায়ক কাজী মাহাবুব, পৌর বিএনপির সভাপতি মুহাম্মদ কামাল হোসেনসহ উপজেলা সমূহের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। সভায় বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকগণও বক্তব্য রাখেন। #