হোয়াটসঅ্যাপ ২০ লাখ ভারতীয়র অ্যাকাউন্ট বন্ধ করল

হোয়াটসঅ্যাপ ২০ লাখ ভারতীয়র অ্যাকাউন্ট বন্ধ করল

নিয়ম ভঙ্গের কারণে মে থেকে জুন মাসে ২০ লাখ ভারতীয়র অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। কর্তৃপক্ষ বলছে, এসব ব্যবহারকারীর ৯৫ শতাংশই বার্তা ফরোয়ার্ড করার সীমাবদ্ধতার নিয়ম ভঙ্গ করেছে। ভারতের বিতর্কিত নতুন তথ্যপ্রযুক্তি আইনের নির্দেশিকা মেনে বৃহস্পতিবার প্রথম গাইডলাইন রিপোর্ট প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাতে বলা হয়েছে, ২০২১ সালের ১৫ মে থেকে ১৫ জুনের মধ্যে নেটমাধ্যমের অপব্যবহার চিহ্নিত করে এবং বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে ২০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি প্রায়ই ভারতে ভুল তথ্য এবং ভুয়া সংবাদ প্রচারের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। দেখা গেছে এ জাতীয় ভুয়া ও প্রতারণাপূর্ণ সংবাদ কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার ব্যবহারকারীর কাছে পাঠানো হয়। যাদেরকে বাস্তবে মোকাবিলা করা কার্যত অসম্ভব।

বার্তা সেবাদানকারী প্রতিষ্ঠানটি আরও বলছে ক্ষতিকর আচরণ এবং নেটমাধ্যমের অপব্যবহারের প্রবণতা বন্ধেই তাদের এই পদক্ষেপ। উন্নত প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্রতি মাসে বিশ্বজুড়ে প্রায় ৮০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে।
অতীতে হোয়াটসঅ্যাপে প্রচারিত বার্তা ও ভিডিও সহিংসতা তৈরিতে ভূমিকা রেখেছে। এতে বহু মানুষের মৃত্যুও হয়েছে। ব্যবহারকারীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপের যেকোনো ধরনের অপব্যবহার বন্ধে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

তবে মনে করা হচ্ছে সামাজিক মাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ করার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে যা বাক স্বাধীনতা এবং ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। সমালোচকরা বলছেন, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ইন্টারনেট ব্যবহারকারীদের কনটেন্ট দমনে এমন ক্ষমতা দিচ্ছে। কিন্তু সরকারের দাবি, তথ্য বিকৃতি এবং অপব্যবহার বন্ধের জন্যই এ নিয়ম করা হয়েছে। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের সব থেকে বড় বাজার হচ্ছে ভারত যেখানে প্রায় ৪০ কোটি ব্যবহারকারী রয়েছে।