১০ লাখ টাকার সাবমেরিন ক্যাবলসহ ৪জন গ্রেপ্তার

বরিশাল নগরে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার সাবমেরিন ক্যাবল (তামার তার) সহ ৪ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭৩ কেজি সাবমেরিন ক্যাবলের খন্ড, ১৫০ কেজি তামার তার ও ৩৮ কেজি এ্যালুমিনিয়াম তার এবং ৮ টি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার (১৭ মার্চ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
আটককৃতরা হলো বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের ধোপাবাড়ি সড়ক এলাকার রমজান হাওলাদার (২২), বটতলা জোড়াপোল সংলগ্ন এলাকার মো. রানা হাওলাদার (২২), বটতলা এলাকার মো. আরিফ মোল্লা (২৬) ও তালতলী এলাকার মো. জলিল মল্লিক (৪৫)।
এর আগে ডিবির পরিদর্শক মো. আব্দুর রহমান মুকুল এর নেতৃত্বে একটি টিম নগরের ২৫ নম্বর ওয়ার্ডস্থ ধোপাবাড়ি সড়কে বরের ভিটা নামক স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৩ কেজি সাবমেরিন ক্যাবলের খন্ড, ১৫০ কেজি তামার তার ও ৩৮ কেজি এ্যালুমিনিয়াম তার এবং ৮ টি সাবমেরিন ক্যাবলের খোলা কাটা পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।