১০ হাজার মানুষকে খাদ্য সহায়তায় পটুয়াখালী ছাত্রলীগ

করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে পটুয়াখালীতে ১০ হাজার অসহায় ও দুস্থ, দিনমজুর, এবং নিম্ন অায়ের নারী পুরুষদের মাস্ক খাদ্য দ্রব্য চাল, ডাল,তেল, পেয়াজ, সাবান বিতরন কার্যক্রম শুরু করেছে ছাত্রলীগ।
৩০ মার্চ সোমবার দুপুরে নিউমার্কেট এলাকায় অসহায় দিনমজুর ও নিম্ন অায়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া। এ সময় তার সাথে ছিলেন সদর উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া। এ সময়ে সহযোগিতা করতে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের অাসাদুল ইসলাম, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান সুলতান, পলিটেকনিক কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক অারিফুর রহমান প্রমুখ ছাত্রলীগ কর্মী।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়া জানান, প্রধানমন্ত্রী জননেত্রী বিশ্ব মানবতারনেত্রী শেখ হাসিনা এর নির্দেশনায় জেলা অাওয়ামীলীগের সহযোগিতায় ছাত্রলীগের পক্ষ থেকে সদর উপজেলায় নিম্ন অায়ের ১০ হাজার নারী পুরুষের কাছে খাদ্র দ্রব্য চাল, ডাল,তেল, পেয়াজ, সাবান ও মাস্ক পৌছে দেয়ার প্রস্তুতি নিয়েছি, অাজ শুরু করলাম মাত্র।
সদর উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ শাহজাহান ভুইয়া জানান, করোনা দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর অাহবানে জেলা অাওয়ামীলীগ দিনমজুর ও স্বল্প অায়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রম দুই এক দিনের মধ্যে শুরু করা হবে।