বরিশালে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিসসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ১৩৪ জনের মাঝে ৬৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রত্যেক আক্রান্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের হাতে আর্থিক চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ওই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ শীর্ষক ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব ত্রাণ তহবিল থেকে দুরারোগ্য রোগে আক্রান্তদের, চিকিৎসা সেবার জন্য এই সহায়তা প্রধান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রধানমন্ত্রীর দেওয়া এই আর্থিক সহযোগিতা অসহায় মানুষের মাঝে পৌঁছে দিতে পেরে প্রধানমন্ত্রীর শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা যারা এই অনুদান পেয়েছন তারা সরকারের এই কার্যক্রমকে এগিয়ে নিতে প্রচার প্রচারণার মাধ্যমে সকলের মাঝে পৌঁছে দিতে সহযোগিতা করবেন।
ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, পস্ট্রাকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূচীর আওতায় পচক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদফতর বরিশালের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হোসেন চৌধুরী, যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা এম জি করির ভুলু, জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সিভিল সার্জন বরিশাল-এর প্রতিনিধিসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। এ ছাড়া উপস্থিত ছিলেন ১৩৪ জন অনুদান গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা।
চেক প্রদান অনুষ্ঠনের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদে উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে ১৩৪ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৬৭ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।