১৫ দিনের মধ্য বন্যার সম্ভাবনা নেই

দেশে আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে বন্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকে বন্যা হতে পারে।
শনিবার (২২ আগস্ট) রাতে এসব কথা বলেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া।
তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরে এখন বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। তবে দেশের ভেতরের বৃষ্টি জলাবদ্ধতা তৈরি করে, কিন্তু বন্যা তৈরি করে না। সাধারণত ভারতের ভারী বৃষ্টির কারণে দেশে বন্যা হয়ে থাকে।’
আরিফুজ্জামান ভূঁইয়া আরও বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে দেশে বন্যার কোনো সম্ভাবনা নেই। তবে সামনে বন্যা তৈরির সম্ভাবনা আছে। সেটা সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা শেষের দিকে হতে পারে। এখন উজানে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে পরিস্থিতি এখন উন্নতির দিকেই থাকবে। অবনতির সম্ভাবনা নেই আর কী।’
সূত্র: জাগো নিউজ।