২ মাস পর তালা খুলল চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের

দলীয় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহ্বায়কসহ ১৭ জন গ্রেপ্তারের পর একটানা দুই মাস বন্ধ ছিল চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনে অবস্থিত মহানগর বিএনপির কার্যালয়। এ সময় গ্রেপ্তার আতঙ্কে সেদিকে পা বাড়াননি নেতা-কর্মীদের কেউ।
শনিবার দুপুরে দুই মাস পর তালা খুলল চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের। এদিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের প্রস্তুতি সভা করেন কারামুক্ত নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
নাসিমন ভবনের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে গত ২৯ মার্চ পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় গুলি, ককটেল বিস্ফোরণসহ পুলিশ বক্সে হামলা ও মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষের পরপর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে নগর মহিলা বিএনপির সভাপতি মনোয়ারা বেগম মনিসহ মোট ১৫জনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে ট্রিটমেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও তার একান্ত সহকারী মারুফুল হককে।
ওই দিন থেকেই বন্ধ ছিল নগর বিএনপি কার্যালয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় মহানগর বিএনপির মূল নেতৃত্বসহ অন্যান্য নেতা-কর্মীদের। এরপর থেকে গ্রেপ্তারের ভয়ে আর কেউ পা মাড়াননি দলীয় কার্যালয়ে। এর মধ্যে গত ১৯ মে কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন ডা. শাহাদাত।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রবিবার বিকেলে আলোচনা সভার কর্মসূচি দেয়া হয় দলীয় কার্যালয়ে। এর একদিন আগেই শনিবার ডা. শাহাদাত দলীয় নেতা-কর্মীদের নিয়ে গেলেন নাসিমন ভবনে। প্রস্তুতি সভা করলেন তাদের নিয়ে। আহ্বান জানালেন দলের প্রতিষ্ঠাতার শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে অংশ গ্রহণের।