২০২৪ সালে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ২০২৪ সালেই এ সেতুটির নির্মাণকাজ শেষ করা হবে। বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। ইতোমধ্যেই ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেন।
রেলমন্ত্রী বলেন, চলতি বছরেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজ শুরু হবে। ভারতীয় লাইন অব ক্রেডিটে এই এ প্রকল্পটির দরপত্রপ্রক্রিয়া চলছে। এ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সহজ হবে।
এ সময় সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও রেলওয়ে জংশন নির্মাণের নির্ধারিত স্থান এবং রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী।
এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।