২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৩

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৩

গত একদিনে সারাদেশে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৮ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ২১৩ জনের শরীরে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগের দিন সোমবার করোনায় দেশে মৃত্যু হয়েছিলো ৪ জনের। এছাড়া শনাক্ত হয়েছিলো ২৩৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন।