২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৩৬৯৮ জন

২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৩৬৯৮ জন

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে  করোনায় আরও ১০২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে টানা তৃতীয় দিন করোনায় শতাধিক মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার ১০১ জন ও শনিবার ১০১ জনের মৃত্যুর তথ্য জানায়  স্বাস্থ্য অধিদপ্তর। এতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৩৮৫ জনে।