২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার ১০ শতাংশের ঘরে

২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার ১০ শতাংশের ঘরে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত করোনা রোগীর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে। শনাক্তের হার নেমে এসেছে ১০ শতাংশের ঘরে। তবে এ সময়ে বেড়েছে মৃত্যু। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় (১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৩৯ জন, আর মারা গেছেন ২০ জন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) নতুন রোগী শনাক্ত হয়েছিল তিন হাজার ৯২৯ জন, আর মারা যান ১৫ জন।


অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া তিন হাজার ৫৩৯ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন, আর ২০ জনকে নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৮ হাজার ৯০৭ জন।


গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।

 

RSBT